Anjuman Mukhlesur Rahman Polytechnic Institute

Contact No: 02222241190
Gmail: info.amrpi@gmail.com
Introduction

দেশ বরেণ্য, শতবর্ষী, মানব সেবায় শেখ হাসিনা ইয়োথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড - ২O২O, স্বাধীনতা দিবস জাতীয় পদক-১৯৯৬, ইসলামিক ফাউন্ডেশন পদক - ১৯৮৪ ও বিভিন্ন উল্লেখযোগ্য পদকপ্রাপ্ত ইসলামী জনকল্যাণমূলক সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম ২O১৫ সালে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে। আঞ্জুমান মুফিদুল ইসলাম -এর জনকল্যাণমূলক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে জনাব মোঃ মোখলেছুর রহমান (সাবেক ব্যবস্থাপনা পরিচলক, ঢাকা ব্যাংক ) ২O১৩ সালে ২/ কিউ, গোল্ডেন স্ট্রীট, শ্যামলীতে অবস্থিত ৯.৩O শতাংশ জমির উপর O৮ তলা ভবনসহ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দান করেন । তার স্বপ্ন ছিল আধুনিক, যুগোপযোগী ও কর্মমূখী শিক্ষা বিস্তারে নিজেকে সম্পৃক্ত করা। তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আঞ্জুমান মুফিদুল ইসলাম ২O১৫ সালে জনাব মোঃ মোখলেছুর রহমানের নাম সংযুক্ত করে গড়ে তোলে “আঞ্জুমান মোখলেছুর রহমান পলিটেকনিক ইন্সটিটিউট”। প্রতিষ্ঠাকালীন সময় হতে জনাব মোঃ মোখলেছুর রহমান ২O১৯ সাল পর্যন্ত সফলতার সাথে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন । বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদন নিয়ে ২O১৫ সাল হতে ইন্সটিটিউটটি নিয়মিত পাঠদান করে আসছে। অত্র প্রতিষ্ঠানের কোড নং- ৫০৬০৪ এবং Educational Institution Identification Number (EIIN)- 139275. বর্তমানে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল এ চারটি টেকনোলজীতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) ট্রেডে এ (ক) হাউজকিপিং (খ) ড্রাইভিং কাম অটোমেকানিক্স ও (গ) ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সসমূহ চলমান রয়েছে। আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি দক্ষ কমিটির মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটি পরিচালনা করে থাকে । বর্তমানে অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির মাননীয় চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব গোলাম রহমান ( সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সাবেক চেয়ারম্যান, দুদক )। কমিটির পাশাপাশি উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক মোঃ খলিলুর রহমান ( সাবেক মহাপরিচালক , নায়েম ) ও জনাব মোঃ মোখলেছুর রহমান ( অত্র প্রতিষ্ঠানের জমি সহ ভবনের দাতা ) সার্বক্ষনিক প্রতিষ্ঠানের অগ্রগতি সাফল্যের জন্য দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন ।

Honorable Chairman

Mr. Golam Rahman

View
Honorable Advisor

Professor Md. Khalilur Rahman

View
Honorable Advisor

Md. Mokhlesur Rahman

View
Principal (Acting)

Md. Golam Ahaud

View
Hot Line
  • 02222241190
  • 01732465510
Visitors